বাংলাদেশপ্রধানমন্ত্রী
এশিয়া-প্যাসিফিকে সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বারোপ

করোনা মহামারীতে সৃষ্ট সঙ্কট দ্রুত কাটিয়ে উঠতে উন্নত বিশ্ব, উন্নয়ন অংশীদার এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন- এসকাপের ৭৭তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।
ধারণকৃত এ বক্তব্যে করোনাভাইরাস মহামারী যে পুরো বিশ্বের অর্থনীতি আর স্বাস্থ্য ব্যবস্থাকে নাজুক অবস্থায় ফেলে দিয়েছে,তা তুলে ধরেন বাংলাদেশের সরকারপ্রধান। এই পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রনেতাদের সামনে চার দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা।
এই প্রস্তাবে তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শক্তিশালী এবং সর্বজনীন জনস্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে নীতি ও কৌশল গ্রহণ করা উচিত।
বাংলাটিভি/শহীদ