fbpx
খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ সেমি ফাইনালের প্রথম লেগ ড্র

ঘরের মাঠ আলফ্রেদো দি স্তেফানোতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে প্রতিযোগিতাটির রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদ।

মঙ্গলবার রাতে চেলসির হয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ আর ২৯তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা।

আর তাই তো ইস্তানবুলের টিকিটের জন্য দুই দলকেই চেয়ে থাকতে হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজের ফিরতি লেগের দিকেই।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক রিয়ালের ওপর চড়াও হয় চেলসি। আক্রমণে আর প্রতি আক্রমণে ম্যাচের মাত্র ১৪ মিনিটের মাথায় ১-০ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। জমজমাট লড়াইয়ের ২৯তম মিনিটে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমাকে।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ওই ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। আর ফাইনালের টিকিটের ভাগ্য ঝুলে থাকে স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ওপর।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button