গুজরাটের হাসপাতালে আগুনে ১৮ করোনা রোগী নিহত

ভারতের গুজরাটে কোভিড হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন বলে জানান হাসপাতালের কর্মকর্তারা।শুক্রবার মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটনা বলে জানা যায়।
রাজ্যের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ভরুচ-জামবুসা হাইওয়ের কাছে ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি ছিলেন বলে জানা গেছে।
আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ১৮ জনের মধ্যে ১৬ জন কোভিড-১৯ রোগী যারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অন্য দু’জন হাসপাতালের কর্মী।
ভরুচ জেলা প্রশাসক এমডি মোদিয়া গণমাধ্যমকে বলেন, ‘আগুনে হাসপাতালের দুই কর্মচারীসহ মোট ১৮ জন মারা গেছেন। বাকি ৫০ জন রোগীকে নিরাপদে পাশের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’
ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। গত দেড় মাসে ভারতে এটি দ্বিতীয় ভয়াবহ হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা।
বাংলাটিভি/আন্তর্জাতিক