
ক্যান্ডিতে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ২০৯ রানে হেরে গেল বাংলাদেশ। এর মধ্য দিয়ে ১-০ সিরিজ জিতল শ্রীলঙ্কা। কোনো জয় ছাড়াই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শেষ করল বাংলাদেশ।
ম্যাচের শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ২৬০ রান। পাঁচ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ।২০৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কোর বোর্ডে ২২৭ রান তুলে অলআউট টাইগাররা। এদিন অবশ্য কিছুটা আশা ছিল লিটন দাসকে নিয়ে। কিন্তু তিনি দিনের তৃতীয় ওভারেই এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। তার আগে করেন ৪৬ বল খেলে করেন ১৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ সংগ্রহ মুশফিকুর রহিমের। তিনি ৪০ রান করেন ৬৩ বল খেলে।
দ্বিতীয় সর্বোচ্চ মেহেদী হাসান মিরাজের। তিনি ৮৬ বল খেলে ৩৯ রান করে শেষ দিনে কিছুটা লড়াই করেন। কিন্তু অন্য প্রান্ত থেকে সহযোগিতা না পাওয়ায় পারেননি দলকে এগিয়ে নিতে।
বাংলাটিভি/শহীদ