fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে

ভারতের পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৩ মে)সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

মন্ত্রিপরিষদের বৈঠকের পর সোমবার সাংবাদিকদের ড. মোমেন বলেন, নির্বাচনের পর পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।

নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাব। আমাদের কোনো সমস্যা হবে না।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button