বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
এ বছর সরকারিভাবে ধান-চাল ক্রয়ে যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে

গত বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর সরকারিভাবে ধান-চাল ক্রয়ে অত্যন্ত যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে, যা বাজারের সাথে খুবই সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সকালে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি খুলনা জেলায় ‘কৃষকের অ্যাপ’ এ সরাসরি কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকবান্ধব। কৃষকের মুখে হাসি ফোটানোই তাঁর লক্ষ্য। তাই তিনি কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নেতৃত্ব,দূরদর্শিতা ও প্রজ্ঞার ফলেই অতি অল্প সময়ে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
বাংলাটিভি/শহীদ