fbpx
বাংলাদেশবানিজ্য সংবাদ

ঈদের আগে রাজধানীতে বেড়েছে মাংসের দাম, মুরগীর দামও চড়া

ঈদকে সামনে রেখে বাজারে বেড়ে গেছে, মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস অন্তত ৫০ টাকা বাড়তি, খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে ৭০ টাকা পর্যন্ত। এছাড়া সবধরনের মুরগীর দামও কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা বেড়েছে। লকডাউনের মধ্যে বাজারদর এমন লাগামহীনভাবে বৃদ্ধিতে, ক্রেতারা ক্ষুব্ধ।

আর ক’দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের খাবারের আয়োজন মাংসের চাহিদা থাকে। সামনে ঈদকে ঘিরে তাই রাজধানীর বাজারে হঠাৎ করে আরেক দফা বাড়লো মাংসের দাম।

বাজারে খাসির মাংসের কেজিপ্রতি দাম হাকা হচ্ছে ৯শ টাকা পর্যন্ত। যা গত সপ্তাহের চেয়ে ৭০ থেকে ৮০ টাকা বেশি। কয়েকদিন আগেও সাড়ে ৫শ; টাকা কেজির গরুর মাংস এখন বিক্রি হচ্ছে ৬শ টাকায়।

এছাড়া বেড়েছে প্রায় সবধরনের মুরগির দামও।এদিকে, বাজারের মাছের সরবরাহ ভালো থাকলেও ক্রেতা কম। তাই দামও কমেছে আগের তুলনায়।

এদিকে, বেশিরভাগ সবজির দাম তুলনামূলক কমেছে। এছাড়া রান্নার অপরিহার্য উপাদান পেঁয়াজের বর্তমান বাজারদরও সহনীয় রয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button