
করোনা সংক্রমণ ঝুঁকির তোয়াক্কা না করে ঈদযাত্রায় সড়কে বাড়ছে চাপ। ট্রেন,লঞ্চ ও দূরপাল্লার যানবাহন না থাকায় ভেঙে ভেঙে মানুষের বাড়ি ফেরা অব্যাহত রয়েছে।
শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী মানুষের আজও বেশ ভিড়। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীর চাপ তুলনামূলক কমেছে। তবে সড়কে বিজিবি ও পুলিশের টহল থাকার পরও হাজারো মানুষ বিভিন্নভাবে ঘাটে আসছে।
এদিকে, পাটুরিয়া ঘাটে ব্যক্তিগত যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে। দূরপাল্লার আন্তঃজেলা গণপরিবহণ বন্ধ থাকায় কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে পিকআপ, লেগুনাসহ বিভিন্ন বিকল্প বাহনে অতিরিক্তি ভাড়া দিয়ে ঝুকি নিয়েই ছুটছেন এসব মানুষ। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
বাংলাটিভি/রাজ