
লা-লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। এখনো শিরোপা জয়ের সম্ভাবনা থাকায়, সেই সুযোগ হাতছাড়া করতে চায় না বার্সেলোনা কোচ। প্রতিপক্ষ লেভান্তে হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে কাতালানরা।
রিয়াল, বার্সা, অ্যাতলেটিকো- তিন দলের সামনেই সুযোগ ছিল পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে যাবার। কিন্তু সবাই সেই সুযোগ হারিয়েছে। তবে এখনো শিরোপা সমীকরণে টিকে আছে বার্সেলোনা। যার কৃতিত্ব দিতে হয় রিয়াল-অ্যাতলেটিকোকে।
কোচ রোনাল্ড কোম্যানও শিরোপা জেতার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে চান শেষ মুহূর্ত পর্যন্ত। অ্যাতলেটিকোর বিপক্ষে চোট পেয়ে ছিটকে যাওয়া বুসকেটস ছাড়া দলে নেই নতুন কোন ইনজুরি সমস্যা। একাদশে ফিরতে পারেন ডেম্বেলে। জায়গা ধরে রাখবেন গ্রিজম্যান।
বাংলাটিভি/রাজ