fbpx
বাংলাদেশজনদুর্ভোগ

দেশে করোনায় আরও ৪০ জনের মৃত্যু, শনাক্ত ১,১৪০

দেশে করোনায় আরও ২৪ ঘণ্টায় মারা ৪০ জনের মৃত্যু।এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৪৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জন।

বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ১৮ হাজার ২৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৬০টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২৯৬টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং নারী ১৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৭২৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩১৯ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button