
অবিলম্বে দুরপাল্লার বাস চালুর দাবিতে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন। মহাখালী বাস টার্মিনালে কর্মসূচিতে যোগ দিয়ে, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা সরকারি প্রণোদনার দাবি জানান।
দুরপাল্লার বাস চালু ও ক্ষতিগ্রস্ত এ খাতে প্রণোদনাসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে পরিবহন মালিক ও শ্রমিকেরা। .
রাজধানীর মহাখালীতে আয়োজিত কর্মসূচীতে যোগ দেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। এসময় তিনি বলেন, একমাসের ওপর হলো আন্তঃজেলা গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় শ্রমিকদের জীবিকার কোন ব্যবস্থা নেই।
স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুসহ সারাদেশে সড়ক পরিবহন মালিকদের জন্য প্রণোদনার দাবি জানান তিনি।
এদিকে, ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও বাস মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো বিক্ষোভ করেছে। এতে অবিলম্বে দূরপাল্লার গণপরিবহন চালুর দাবি জানানো হয়।
বাংলাটিভি/রাজ