fbpx
বাংলাদেশঅপরাধ

ডাচ বাংলা ব্যাংকের ২ কোটি ৫৭লাখ থাকা আত্মসাৎ এর ঘটনায় ৪ জন গ্রেফতার

ডাচ বাংলা ব্যাংকের ২ কোটি ৫৭লাখ থাকা আত্মসাৎ এর ঘটনায় চারজন কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভগের একটি টিম। গত ১৫ জুন তারিখে অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।

প্রথমে ডাচ বাংলা ব্যাংকের কোন অনুমোদিত এজেন্টের মাধ্যেম খোলা হয় একাউন্ট।  পরে এজেন্ট,  এটিএম কার্ডগুলো গ্রাহকের কাছে না পৌঁছে অপরাধী চক্রের কাছে বিক্রি করে দেয়।

অবৈধ ভাবে টাকা উত্তোলনকারী প্রথমে নিজের একাউন্টে টাকা জমা দেন।  পরে টাকা উত্তোলনের সময় ব্যাংকের কর্মকর্তার যোগসাজশে  ব্যাংকের বুথের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়।  ফলে বুথে থেকে টাকা উত্তোলনের সময় যে জার্নাল সৃষ্টি হয় তা আর সার্ভারে জমা হয় না।  এভাবে ৬৩৭ টি একাউন্টের ১৩৬৩ টি লেনদেনের মাধ্যেম ২ কোটি টাকার বেশী আত্মসাৎ করে প্রতারক চক্রটি।

মঙ্গলবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এমন একটি চক্রের কয়েকজনকে  গ্রেফতার করা হয়।

এ মামলার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তা।

বাংলাটিভি/ এআর

সংশ্লিষ্ট খবর

Back to top button