fbpx
বাংলাদেশস্বাস্থ্য

জ্বর হলে করোনার পাশাপাশি পরীক্ষা করাতে হবে ডেঙ্গুও: স্বাস্থ্য অধিদপ্তর

সাম্প্রতিক সময়ে জ্বর হলে করোনা টেস্টের পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।

সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেও দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকেও অনেক বেশি সচেতন হতে হবে, সঙ্গে ছাদে ফুলের টব বাসার আশেপাশের ড্রেনসহ সবকিছু পরিষ্কার রাখতে হবে বলেও জানান এ লাইন ডিরেক্টর।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আরো বলেন দিনের যেকোনো সময় ঘুমালেও মশারি টানিয়ে ঘুমাতে হবে। তারপরও যদি কারও জ্বর হয় তাহলে করোনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সবশেষে বলেন দেশের করোনা পরিস্থিতি এখন ঊর্ধ্বগামী। এ অবস্থায় ডেঙ্গু পরিস্থিতিও যদি অবনতি হয় তাহলে আমাদের পক্ষে সামাল দেওয়া কঠিন হবে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button