fbpx
অপরাধআইন-বিচারবাংলাদেশ

রাজধানীর গরু হাটকে ১০ লাখ টাকা জরিমানা ডিএনসিসির

রাজধানীর গাবতলী পশুর হাটে স্বাস্থ্যবিধির অনিয়ম দেখে হাট কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার ১৯ জুলাই সকালে   হাটে গিয়ে স্বাস্থ্যবিধি ভঙ্গের দৃশ্য দেখে হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেয়র। গত শনিবার গুলশানে নগর ভবনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা জানান।

ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় স্থাপিত একটি স্থায়ী ও আটটি অস্থায়ী পশুর হাট ইজারার কার্যাদেশের শর্তাবলি যথাযথভাবে প্রতিপালনসহ সার্বিক তত্ত্বাবধানের জন্য গঠিত মনিটরিং টিমের সঙ্গে এ আলোচনা সভা হয়।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button