fbpx
বাংলাদেশ

বিধিনিষেধের প্রথমদিন একেবারেই ফাঁকা রাজধানীর সড়ক

করোনা সংক্রমণ ঠেকাতে ঈদের পরপর আজ থেকে শুরু হওয়া ১৪ দিনের কঠোর লকডাউনে রাজধানী অনেকটাই ফাঁকা।

প্রথমদিনে ঢাকার সড়কে একেবারেই ছিলো না গাড়ীর চাপ। জনচলাচল ঠেকাতে রাজধানীর মতিঝিল, কাকরাইল, ফার্মগেট, মহাখালীসহ বিভিন্ন জায়গায় জায়গায় সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা। একই সঙ্গে সংক্রমণরোধে নগরবাসীদের ঘরে থাকার আহবান জানান আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

এদিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সকাল থেকেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত। বাইরে বের হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে জরিমানাও করা হয়। এসময় অনেককে সিগন্যাল অমান্য করে পালিয়ে যেতে দেখা যায়।

তবে লকডাউনের প্রথমদিনে জরুরি প্রয়োজনে নগরীতে রিক্সায় চলাচল করেন অনেকে।

বাংলাটিভি/ এস

সংশ্লিষ্ট খবর

Back to top button