fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ে শেষ করার নির্দেশ সড়ক ও পরিবহন মন্ত্রীর

বিভিন্ন মহাসড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে,  গাজীপুর-এলেঙ্গা ও যশোর-খুলনা মহাসড়কে কাজের ধীরগতি নিয়ে ক্ষোভ জানান তিনি। এসময়, ড্রাইভিং লাইন্সেন্স ইংরেজির পরিবর্তে বাংলায় লেখার নির্দেশও দেন মন্ত্রী।

গাজীপুর-এলেঙ্গা মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের কাজ করছে বিআরটি। দীর্ঘ নয় বছর ধরে চলছে এ প্রকল্পের কাজ। এ সময়ে মধ্যে মাত্র ৫৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখনো বাকি ৪৫ ভাগ কাজ।

এদিকে, খুলনা-যশোর মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারে ৩২১ কোটি টাকার কাজ শুরু হয় ২০১৯ সালের জুন মাসে। এ প্রকল্পের এক বছরের মেয়াদ শেষ করার কথা। অথচ কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি িই মহাসড়কে উন্নয়নকাজ।

সড়ক ও জনপথ অধিদপ্তরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় দু’টি প্যাকেজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে, এসব প্রকল্পের কাজ বিলম্বিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দ্রত সময়ের মধ্যে চলমান এসব মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।এছাড়া, ড্রাইভিং লাইন্সেন্স দেয়ার ক্ষেত্রেও ইংরেজির পরিবর্তে বাংলায় লিখতে বিআরটিকে নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button