fbpx
বানিজ্য সংবাদঅর্থনীতিবাংলাদেশ

দীর্ঘ সময় পর বাজারে কমেছে চালের দাম

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫ টাকা পর্যন্ত। এদিকে, দফায় দফায় রাজধানীর বাজারগুলোতে বাড়ছে সবজি দাম। আবারো লাগামছাড়া কাঁচামরিচের ঝাঁঝ, কেজিপ্রতি দাম ঠেকেছে ১৬০ টাকায়। মাছের দরও বেশ চড়া, এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য নিত্যপণ্যের বাজারদর।

বছরের বেশিটা সময়জুড়েই অস্থির চালের বাজার। মাঝে বড় একটি মৌসুম পার হলেও দাম কমেনি। তবে এবার চালের বাজারে ফিরেছে স্বস্তির আভাস। সপ্তাহের ব্যবধানে প্রায় সবধরনের চালের দাম কমেছে ৫ টাকা পর্যন্ত।

এদিকে, চালের বাজারের ঠিক উল্টোচিত্র সবজির বাজারে। প্রতিটি সবজি কেজিতে বেড়েছে ২০ টাকা পর্যন্ত। আর কাঁচামরিচের ঝাঁঝ যেন আবারো বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

বর্ষা আর বন্যার অজুহাতে বাজারের বেশিরভাগ মাছ বিক্রি হচ্ছে, বেশ চড়া দামেই।এদিকে, বাজারে মুরগির দাম আরো বেড়েছে। এছাড়া গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামেই।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button