fbpx
বাংলাদেশ

সাড়ে চার মাস পর একদিনে শনাক্ত ৬০০ জনের নিচে

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৫৫৫ জন। বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া দেশে সাড়ে চার মাস পর একদিনে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৬০০ জনের নিচে নেমে এসেছে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৫৮৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন। এর আগে গত ৬ মার্চ একদিনে ৫৪০ জন আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট সুস্থ হলেন ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার তিন দশমিক ৪১ শতাংশ। করোনাতে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button