সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ থাকায় স্পেন যেতে আগ্রহ বাড়ছে শিক্ষার্থীদের

সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ থাকায় স্পেন যেতে আগ্রহ বাড়ছে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের। অনেকেই তরুন বয়সে স্পেনে গিয়ে পড়াশোনার পর বিভিন্ন কাজের সাথে যুক্ত করেছেন নিজেকে। গড়ে তুলেছেন ব্যবসায় প্রতিষ্ঠান। উদ্যোক্তা হিসেবে বিদেশের মাটিতে কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন অনেক প্রবাসী বাংলাদেশীর।
ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ স্পেন বরাবরই অভিবাসীদের কাছে অন্যতম পছন্দের একটি দেশ। সহজ শর্তে বৈধ হওয়ার সুযোগ থাকায় দেশটিতে যেতে আগ্রহী অভিবাসীরা। শিক্ষার্থী হিসেবে স্পেনে গিয়ে পড়াশোনা শেষে অনেকে চাকরী করছেন আবার কেউবা যুক্ত হচ্ছেন ব্যবসার সঙ্গে।
স্পেনে সুপার মার্কেট ব্যবসার সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরা এ ক্ষেত্রে ভালো অবস্থানে আছেন।
তবে সেখানকার রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি খাবারের খুব চাহিদা। তাই এ চিন্তাকে মাথায় রেখে নতুন কোন প্রবাসী উদ্যোক্তা বাঙলা খাবারের আয়োজন করতে পারেন বলেও পরামর্শ আসে এ আলোচনায়।
স্পেনে প্রায় ৫০ হাজার বাংলাদেশি বাস করলেও বর্তমানে বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন দেশের পর্যটকদের কাছে প্রবাসীরা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিতে সদা তৎপর থাকেন।
শুধু নিজের পায়ে দাড়ানোই নয়, স্পেনের বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত থেকে এসব রেমিট্যান্স যোদ্ধারা সচল রেখেছেন দেশের অর্থপ্রবাহ। তাদের মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের দরবারে পরিচিতি পাচ্ছে একটি পরিশ্রমি জাতি হিসেবে।
বাংলাটিভি/শহীদ