
২০০৫ সালে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকের সামনে বোমা হামলা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক জঙ্গিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যুদণ্ড পাওয়া আসামির নাম জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজান। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদকে।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আবদুল আলীম এ রায় ঘোষণা করেন। এসময় আদালতে আসামি জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ উপস্থিত ছিলেন। আর মিজান ভারতে গ্রেপ্তার হয়ে সেখানকার কারাগারে রয়েছেন।
চট্টগ্রাম সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মনোরঞ্জন দাশ সংবাদমাধ্যমকে বলেন, আদালত রায়ে একজনকে ফাঁসির আদেশ দেন। আরেকজনকে দিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড।
এদিন রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকালে জাবেদকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। মামলায় ৭৭ সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়।
বাংলাটিভি/ সাকিব