
রাজধানীর পল্লবীতে তিন কলেজছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ কামাল।
পুলিশের দাবি, গ্রেপ্তার করা চার জন নিখোঁজ তিন শিক্ষার্থীর ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও প্রেমিক। তবে তিন কলেজছাত্রীর অপহরণের ঘটনার সঙ্গে গ্রেপ্তার করা চার জনের যোগসাজস ছিল কি না, তা যাচাইয়ে তদন্ত করছে পুলিশ।
এদিকে তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় গত শুক্রবার পল্লবী থানায় একটি মামলা করেন এক শিক্ষার্থীর বোন কাজী রওশন দিল আফরোজ নামের এক আইনজীবী । মামলার অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার একই সময়ে তাঁর বোনসহ তিন জন নিখোঁজ হয়। তাঁর বোন বাসা থেকে ছয় লাখ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে গেছে। আরেক জন আড়াই ভরি স্বর্ণালংকার এবং অপর জন ৭৫ হাজার টাকা নিয়ে গেছে।
ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ কামালের দাবি, তিন পরিবারের অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে পুলিশ কিছু তথ্য পেয়েছে গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে। যথাযথ তদন্তের জন্য তাঁদের চার জনকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
বাংলাটিভি/সাকিব