fbpx
বাংলাদেশ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্তের হার তিনের নীচে নামল

দেশে গত একদিনে করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৫৭৩ জনে দাঁড়িয়েছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সংস্থাটির বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ১১২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন করোনা থেকে সুস্থ হলো।

নমুনা পরীক্ষার বিচারে দেশে করোনা শনাক্তের হার দুই দশমিক ৯০ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ নয়জন ও নারী নয়জন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button