fbpx
বাংলাদেশ

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬১৪ জনের। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৯৪ জন।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াল ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন। এদিকে দেশে এক দিনের ব্যবধানে দৈনিক শনাক্তের হার কমেছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়ছে। গত ২৪ ঘণ্টায় মোট ২৫ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়, নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। এ নিয়ে টানা ১৫ দিন ধরে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকছে। সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button