fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

উন্নয়ন ও জনগণের আস্থাই হবে সমালোচনার জবাব : কাদের

উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে, সরকার সমালোচনাকারীদের জবাব দেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশে বসে কেউ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে, কঠোরভাবে প্রতিহত করার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক ইউনিট সম্মেলনে একথা বলেন তারা।

সকালে রাজধানীর আদাবরে, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীনস্থ ইউনিট সমূহের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আলোচনায় কাদের বলেন, আওয়ামী লীগ কখনো জোর করে জনগণের ভোটের অধিকার আদায় করে না। আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন দিয়েই সবকিছুর জবাব দেয়া হবে।

এসময় দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিদেশে বসে কেউ যদি দেশের শান্ত পরিবেশ বিনষ্টের চেষ্টা করে, তাহলে তার সমুচিত জবাব দেয়া হবে।এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন কমিটি গঠনের ক্ষেত্রে, বিতর্কিতদের পরিহার করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button