fbpx
বাংলাদেশ

খাদ্য নিরাপত্তায় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অপচয় থামাতে হবে: প্রধানমন্ত্রী

খাদ্য উৎপাদন আরও বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে, কৃষি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের যোগ দিয়ে তিনি বলেন সারাবিশ্বে খাদ্যের ঘাটতি রয়েছে, তাই খাদ্য অপচয় রোধে সবাইকে নজর দিতে হবে। এসময় উদ্বৃত্ত খাদ্যকে কাজে লাগানোর পথ বের করতেও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শনিবার আলোচনা সভার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবিশ্বে খাদ্যের সংকটের কথা জানিয়ে এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য দেশের মানুষের খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। তাই আবাদ বাড়ানোর পাশাপাশি, খাদ্যের অপচয় বন্ধেও সবাইকে সোচ্চার হতে হবে।

এছাড়া উদ্বৃত্ত খাদ্য কিভাবে কাজে লাগানো যায় সেদিকে নজর দেয়ারও আহবান জানান প্রধানমন্ত্রী।

এসময়, দেশেই নতুন জাতের বিরি ১০০ ধান উদ্ভাবন করায়, কৃষিবিদদের ধন্যবাদ জানান সরকারপ্রধান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button