fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

এ বছরের ডিসেম্বরের মধ্যে টিকা নিতে সক্ষম দেশের অর্ধেক মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ১৮ বছর বয়সীদের টিকা দেয়া হচ্ছে এবং ১২ বছরের উপরের শিক্ষার্থীদের টিকা দেয়া প্রস্তুতি শেষের দিকে রয়েছে বলেও জানান তিনি।

সকালে রাজধানীর একটি হোটেলে উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসারদের সংগঠন ইউএইচএফপিওর প্রথম বার্ষিক সম্মেলনে যোগদেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় তিনি জানান, টিকা নিয়ে দেশে আর কোন সংকট নেই এবং আগামীতে টিকা প্রাপ্তি নিয়ে কোন জটিলতা থাকবে না।

১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে উল্লেখ করে আগামীতে ১২ বছর বয়সীদেরও টিকা দেয়া নিয়ে পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।আবারও করোনার প্রাদুর্ভাব বাড়ছে জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button