fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

ছয় দিন পর দেশে একদিনে তিনশর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও সামান্য বেড়েছে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় ৩০৬ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৭ জনের।এর আগে ২০ অক্টোবর তিনশর বেশি রোগী শনাক্ত হয়েছিল, গত ছয় দিনে শনাক্ত রোগীর সংখ্যা দুইশ থেকে তিনশর মধ্যেই ছিল।১৯ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫৩। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন, মৃতের সংখ্যা ২৭ হাজার ৮৪১ জন।২৮৮ জনসহ মোট সুস্থ ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। খুলনায় মারা গেছেন দুজন। আর চট্টগ্রাম ও রাজশাহীতে একজন করে মারা গেছেন। বাকি চার বিভাগে কোনো মৃত্যু হয়নি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button