fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায়  করোনা সংক্রমণে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯৪ জন।

বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৭ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩০৬ জন।

২৪ ঘণ্টায় মোট ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। চারজন মারা গেছেন ঢাকা বিভাগে আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে দুজনের। বাকি ছয় বিভাগে কারও মৃত্যু হয়নি।

এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭। তাঁদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২২৭ জন সুস্থ হয়েছেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button