fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

সংখ্যালঘুদের বিষয়ে কমিশন গঠন নিয়ে আলোচনা হবে: আইনমন্ত্রী

সংখ্যালঘুদের বিষয়ে কমিশন গঠনের ব্যাপারটি আমার একার বিষয় নয়। এনিয়ে সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে আখাউড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারতের পক্ষ থেকে দেওয়া উপহারের অ্যাম্বুলেন্স গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

দুর্গাপূজায় যে সাম্প্রদায়িক হামলা হয়েছিল সেটি ছিল পরিকল্পিত হামলা। এটি নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়। এই সাম্প্রদায়িক হামলার মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি অত্যন্ত দুঃখিত। বেশ কয়েকটি জায়গায় এমন হামলা হয়েছে। তবে সেটি পুরো বাংলাদেশের চিত্র নয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button