fbpx
বাংলাদেশজনদুর্ভোগস্বাস্থ্য

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৫৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩০৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ১৬২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৯৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৭১ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ১৯ হাজার ৪০৪ টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ২১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। ঢাকায় ৩, চট্টগ্রামে ১ রাজশাহীতে ১, খুলনায় ১ ও বরিশালে ১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button