fbpx
বাংলাদেশস্বাস্থ্য

রাজধানীতে ১২-১৭ বছর বয়সীদের টিকাদান শুরু সোমবার

আগামীকাল থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে, বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টিকাদান কর্মসূচি সুশৃঙ্খলতার জন্য অভিভাবকদের সহযোগিতাও কামনা করেন তিনি। আর পর্যাপ্ত সুবিধা না থাকায়, ১২টির পরিবর্তে রাজধানীতে আপাতত ৮টি কেন্দ্রে টিকা প্রদান শুরু হবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

সকালে, রাজধানীর একটি হোটেলে চিকিৎসা বিজ্ঞানের আদিকথা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের জানান, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে আগামীকাল থেকে রাজধানীতে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু হবে।

এদিকে, দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের ভার্চুয়াল বুলেটিনে, অধিদপ্তরের পরিচালক ও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক জানান, পর্যাপ্ত সুবিধা না থাকায় শিক্ষার্থীদের আপাতত রাজধানীতে ৮টি কেন্দ্রে টিকা দেয়া হবে। পরে ক্রমান্বয়ে বাড়ানো হবে টিকাকেন্দ্রের সংখ্যা।

আগামীকাল সকাল সাড়ে ৯টায় মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button