fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রী

জলবায়ু বিষয়ক ‘কপ-২৬’ সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ২৬’-এর উদ্‌বোধনী অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি মূল অনুষ্ঠানে ভাষণ দেবেন। আজ সোমবার (১ নভেম্বর) প্রধানমন্ত্রী সম্মেলনে ভাষণ দেবেন।

এরই মধ্যে প্রধানমন্ত্রী কপ-২৬ শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে গতকাল বিকেলে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগোতে পৌঁছেছেন।

এবিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল বেলা ২টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছায়।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button