fbpx
বাংলাদেশসরকার

দেশিপণ্যে গুণগতমান ও বৈচিত্র আনতে হবে : রাষ্ট্রপতি

দেশীয় পণ্যের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনেও বৈচিত্র আনার জন্য শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, এবং অন্যন্য সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সকালে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৯ প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যোগ দিয়ে, এ আহবান জানান তিনি। অনুষ্ঠানে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়।

রাষ্ট্রপতির পক্ষে বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বিজয়ী প্রতিষ্ঠানগুলোর কর্ণধার ও প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, উন্নয়নের জন্য কর্মসংস্থান খুবই গুরুত্বপূর্ণ। এজন্য, সরকারের পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগে আগ্রহ বাড়াতে হবে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button