fbpx
বাংলাদেশজনদুর্ভোগ

সপ্তাহান্তে বাজারদর আকাশছোঁয়া, ক্ষুব্ধ ক্রেতারা

দিন যত যাচ্ছে ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রায় সবধরনের নিত্যপন্যের দাম। রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি সবজির দাম বেড়েছে ২৫ টাকা পর্যন্ত। মুরগি ও মাছের বাজারদর এখনো অসহনীয়। লাগামহীনভাবে মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

রাজধানীর ঢাকার বাজারগুলো এখন শীতের আগাম সবজিতে ভরপুর। ফুলকপি, বাঁধাকপি, মুলা, সিম, টমেটো, নতুন আলুসহ বাহারিসব সবজি। সাথে আছে আগের মৌসুমের সবজিও। বাজারে এতো সবজি থাকার পরেও দাম যেন আকাশছোঁয়া।

বিক্রেতাদেরর অজুহাত, বেশিদামে কেনায় বিক্রির দামও চড়া। লাগামহীন দামে সবজি কিনতে হিমসিম অবস্থা সাধারণ ক্রেতাদের।এদিকে শুষ্ক মৌসুম হওয়ায় বাজারে মাছের সরবরাহও ভালোই, তবে দাম ক্রেতা-বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে, গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে সবধরনের মুরগির দাম।এছাড়া চাল-ডাল-তেল অন্যান্য নিত্যপন্যের দাম গেল সপ্তাহের মতই আছে।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button