fbpx
আন্তর্জাতিকঅপরাধমধ্যপ্রাচ্য

আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ নিহত ৩

জুমার নামাজ চলাকালে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার এলাকার একটি শিয়া মসজিদে বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, নানগারহার প্রদেশের স্পিনঘার জেলায় জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরিত হয়েছে।বিস্ফোরণে অন্তত ৩ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ১২ জন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।বোমা বিস্ফোরণের হতাহতের তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন স্পিনঘার প্রদেশের স্থানীয় একটি হাসপাতালের ডাক্তার। আন্তর্জাতিক জঙ্গিসংগঠন আইএস আফগানিস্তান শাখা আইএস খোরাসান বা আইএস-কে ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button