fbpx
বাংলাদেশবিএনপিরাজনীতি

দেশের বিভিন্নস্থানে গণঅনশন কর্মসূচী পালন করছে বিএনপি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে দেশের বিভিন্নস্থানে গণঅনশন কর্মসূচী পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বরিশালে গণ-অনশনে অংশ নেন, বিএনপি মহানগর নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠন। কর্মসূচিতে নেতাকর্মীরা খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া এবং বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবি জানান। ময়মনসিংহে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

এদিকে,রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত গণঅনশনে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এছাড়া সারাদেশে বিএনপির কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button