fbpx
দেশবাংলা

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় চলছে নানা প্রকার সবজির চাষ

সিরাজগঞ্জে গ্রাম-গঞ্জের হাট-বাজার কিংবা শহরের আড়ৎ সর্বত্র শীতকালীন সবজির দাম এখনো বেশী। কৃষকরা লাভবান হলেও দ্রব্যমুল্যের বাড়তির মাঝে সবজির দামে অস্বস্তিতে সাধারণ মানুষ। তেলের দামের প্রভাব পড়েছে গাড়ী ভাড়ায়। যার কারণেই এমন অবস্থা জানায় ব্যবসায়ীরা।

সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় চলছে নানা প্রকার সবজির চাষ। আগাম সবজি বাজারজাত করার পাশাপাশি নতুন সবজির পরিচর্যা করছেন কৃষকরা। অন্যান্য বছর এ সময় সবজির দাম কমে যাওয়ায় কৃষকের খচর তুলতেই হিমশিম খেতে হয়। এবছর দাম ভালো থাকায় খুশি তারা।

জেলার হাট-বাজারে পর্যাপ্ত সবজি উঠছে। অধিকাংশ মানুষ দৈনন্দিন কেনাকাটা করেন সপ্তাহিক হাট থেকে। ভরা মৌসুম শুরু হলেও এখনো সবজির দাম কমেনি। শীত শুরুর এসময় অন্যান্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। শহরের সবচেয়ে বড় আড়তেও একই অবস্থা।

আড়ৎদাররা জানান,তেলের দাম বাড়ায় কিছু সবজির দাম বেড়েছে। তবে দ্রুতই কমে যাবে বলে আশা করছেন তারা।বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি ক্রেতাদের।

বাংলাটিভি/শহীদ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button