fbpx
বাংলাদেশ

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে বৈঠক

বিআরটিএ’তে পরিবহন মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতাদের সংগে বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার বিষয়ে আজ বৈঠক হওয়ার কথা রয়েছে । শনিবার সকাল ১১টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবির প্রেক্ষিতে শুক্রবার তার বাসভবন থেকে ভিডিওবার্তার মাধ্যমে বৈঠকের কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে গেলো বৃহস্পতিবার এই ইস্যু নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সাথে পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠক হয়। তবে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর করা হবে কিনা, সেবিষয়ে কোন সিদ্ধান্ত ছাড়াই ঐ বৈঠক শেষ হয়।

এদিকে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশে বিআরটিসি বাসের ভাড়া ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১লা ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button