fbpx
আন্তর্জাতিকএশিয়াদুর্ঘটনা

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত

ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভারতের তামিলনাড়ুতে আজ বুধবার এ ঘটনা ঘটে।ভারতের বিমানবাহিনী জানায় এই হেলিকপ্টারে তিনি ছাড়াও আরও ১৩ জন ছিলেন।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, হেলিকপ্টারটির ১৩ আরোহীই মারা গেছেন। তবে কে কে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিপিন রাওয়াতের স্ত্রীও এই হেলিকপ্টারে ছিলেন। তাঁরা দিল্লি থেকে সুলুরে যাচ্ছিলেন। বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটবার্তায় উল্লেখ করা হয়েছে, আইএএফ এমআই-১৭ভি৫ হেলিকপ্টারে করে আজ সকালে তাঁরা তামিলনাড়ু যাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button