fbpx
রাজনীতিবিএনপি

মাঠ গরম করার ব্যর্থ চেষ্টায় বিএনপি: ওবায়দুল কাদের

মাঠ গরম করার ব্যর্থ চেষ্টায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে নানা  অপপ্রচারে মেতে উঠেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, রায় নিজেদের পক্ষে না গেলেই বিচার বিভাগ স্বাধীনতার প্রশ্ন তোলে বিএনপি।

এ সময় চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘তখনও তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রমাণ হয়, বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।’

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button