fbpx
বাংলাদেশআওয়ামী লীগরাজনীতিসরকার

সময় এসেছে হিসাব মেলানোর: রাষ্ট্রপতি

যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, অর্ধশতক পেরিয়ে এসে তার কতটুকু অর্জন হয়েছে, সেই হিসাব মেলানোর তাগিদ দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে, ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল হামিদ বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বিশ্বস্ত বন্ধু। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনৈতিক নেতা এবং জনগণ বাংলাদেশকে যে সমর্থন দিয়েছিলেন, তা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

দেশ ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। স্বাধীনতা মানুষের অধিকার। অধিকারকে অর্জনের সধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button