মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর
পূর্বাচলে নতুন ঠিকানায় শুরু হলো, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যোগ দিয়ে, বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, পণ্য বহুমুখীকরণ ও বিদেশি বাজার আকর্ষণে উন্নয়ন অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে এই বাণিজ্যমেলা। এছাড়া রপ্তানী সম্প্রসারণে, বাংলাদেশি পণ্যের মান বজায় রেখে ব্র্যান্ডিংয়ের উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
করোনা মহামারির পরিস্থিতিতে ২০২১ সালে বন্ধ ছিলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতনু বছরে জরাজীর্ণতা কাটিয়ে রাজধানীর পূর্বাচলে নতুন ঠিকানায় বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আজ থেকে শুরু হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তিনি বলেন, ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বাংলাদেশের সক্ষমতার বার্তা আরও জোরালোভাবে পৌঁছে দেবে বিশ্ব দরবারে।
দেশ যাতে শিল্প-বাণিজ্যে আরো এগিয়ে যেতে পারে সেজন্য সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, পন্য উৎপাদনে গুনগত মান বজায় রেখে বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং সমুজ্জল রাখতে হবে।অনুষ্ঠানে আইসিটি পণ্য সেবাকে বর্ষপণ্য-২০২২ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/শহীদ