সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে উন্নয়নশীলের উচ্চতায় পৌঁছেছে দেশ: প্রধানমন্ত্রী
সরকারের সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ এবং যথাযথভাবে তা বাস্তবায়নের ফলেই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের উচ্চতায় পৌঁছেছে, বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উন্নয়নশীলে উত্তরণের স্বীকৃতি উদযাপনে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনষ্ঠানে, ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় দেশের অর্থনীতিকে আরও বেগবান করার লক্ষ্য নিয়ে কাজ করতে, তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উত্তরণের স্বীকৃতি উদযাপন উপলক্ষে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের উন্নয়নের লক্ষ নিয়ে এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সঠিক পরিকল্পনা গ্রহণ এবং দায়িত্বশীলভাবে সরকার তা বাস্তবায়ন করেছে বলেই, বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদায় পৌঁছেছে।
দেশকে ২০৩১ সালের নাগাদ উচ্চ-মধ্যমে আয়ে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও পূনর্ব্যক্ত করে সরকারপ্রধান আরো বলেন, তরুণ প্রজন্মকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে এবং জনগণ তার সুফল পাচ্ছে।
দেশের মানুষের ভাগ্যোন্নয়নই তাঁর অবিচল লক্ষ্য বলেও জানান বঙ্গবন্ধুকন্যা।
বাংলাটিভি/ রাপ্পি