fbpx
বাংলাদেশদুর্ঘটনা

ট্রাকের ধাক্কা, উল্টে গেলো ট্রেনের ৫ বগি

দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই একটি বিকল ট্রাককে ধাক্কা দিয়ে আন্তঃনগর ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রেনের চালক। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে

পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

পার্বতীপুর স্টেশন মাস্টার জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহার চলাচল করে দোলনচাঁপা এক্সপ্রেস। বুধবার (৫ জানুয়ারি) ট্রেনটির সপ্তাহিক ছুটির দিন। তাই ভোরে দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওয়ানা হয়।

পথে সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মন্মথপুরে একটি লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়া ট্রাককে ধাক্কা দেয় দোলনচাঁপা এক্সপ্রেস। দুর্ঘটনায় ট্রেনের চালক গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনে থাকা ৫টি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button