fbpx
বাংলাদেশ

দেশ গঠনে সেনাবাহিনীর চেষ্টা অব্যাহত থাকবে: সেনা প্রধান

সাধারণ মানুষের পাশে থেকে দেশ গঠনে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আজ সকাল সাড়ে ১০টায় খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রায় ৬ হাজার দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সেনা প্রধান বলেন, যেকোন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সেবায় সর্বদা নিয়োজিত থাকবে।

পরে তিনি খুলনার শহীদ শেখ আবু নাসের ষ্টেডিয়ামে জেলার ৬ হাজার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন। এ সময় জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোরসহ সেনাসদরের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সেনা প্রধান খুলনার জাহানাবাদ সেনা নিবাসে ১৫ তলা বিশিষ্ট আবাসিক ভবনের ‘সেনানীড়’ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নিতে খুলনা ত্যাগ করেন।

বাংলাটিভি/ রাপ্পি

সংশ্লিষ্ট খবর

Back to top button