টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা আরোহী মা-মেয়েসহ তিনজনের প্রাণ গেছে।
শুক্রবার (৭ জানুয়ারি ) সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের রুপালী ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
মধুপুর থানার ওসি মো. তারিক কামাল জানান, নিহত মধ্যে একজন পুরুষ; তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়। আর মা-মেয়ের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তাদের বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়ানি।
ওসি বলেন, মধুপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন নিহত হয়।
দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করে থানায় আনা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাটিভি/ রাপ্পি