ভরা শীতে রাজধানীতে বেড়েছে সবজির সরবরাহ
শীতের ভরা মৌসুমে রাজধানীর বাজারে বেড়েছে সবজির সরবরাহ। তবে মানভেদে শীতকালীন সবজির দাম তুলনামূলক কমলেও, কিছু কিছু সবজির দাম বাড়তি। এদিকে মাছের দর ক্রেতা-বিক্রেতাদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর গেল সপ্তাহের মত বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবধরনের মুরগি।
অনন্যাও সময়ের তুলনায় শীত মৌসুমে এমনিতেই বাজারে সরবরাহ বাড়ে নানান সবজির। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সিম, মুলা শালগমসহ বাহারি সব ভরপুর রাজধানীর কাঁচাবাজারগুলো। শীতের সবজির দাম তুলনামূলক কমেছে। তবে বারোমাসী সবজির দাম এখনও বাড়তিই।
বছরের প্রথম ছুটিরদিনে কাঁচাবাজারে ক্রেতা-ব্রিক্রেতাদের মধ্যে দাম নিয়ে ছিলো মিশ্রপ্রতিক্রিয়া, এদিকে, ভরা মৌসুম হওয়ায় বাজারে মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে তা ক্রেতারা বলেছেন দাম বাড়তিই রাখা হচ্ছে।
গরু ও খাসির মাংসের দাম আগের মতোই হলেও, সবধরনের মুরগী বিক্রি হচ্ছে গেল সপ্তাহের মতো বাড়তি দামেই।গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে পেঁয়াজ ও আলুর দাম। তবে ভোজ্যতেলের দাম সামনে আবারো বাড়তে পারে বলে আভাস খুচরা বিক্রেতাদের।
বাংলাটিভি/শহীদ