কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার ভাদালিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় তিন শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন,আজ সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক ইদ্রিস আলী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন শ্রমিক ও একজন ভ্যানচালক। এ ঘটনায় আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চারজন হলেন সদর উপজেলার স্বস্তিপুর এলাকার ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন খাতুন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) ও মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন (৩৬)।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে ভ্যানে করে চারজন শ্রমিক যাচ্ছিলেন। ঝিনাইদহগামী একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।ট্রাক চালক পালিয়ে গেছে।
বাংলাটিভি/শহীদ