fbpx
বাংলাদেশসরকার

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের শ্রদ্ধা

বাংলাদেশের স্থপতি ও স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য নিবেদন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটি।

সোমবার (১০ জানুয়ারি) সকাল নয়টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কের জাতির জনকের প্রতিকৃতিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করে স্বাচিপ।

স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বে এ  শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় স্বাচিপের দফতর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা স্বাচিপের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ার্দার (টিটো), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শাখা স্বাচিপের সদস্য সচিব ডা. পিযুষ বিশ্বাস প্রমুখসহ বিভিন্ন ইউনিটের স্বাচিপ সমর্থিত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতা ঘোষণার অব্যবহিত পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেফতার করে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধুর মুক্তি না হওয়া পর্যন্ত জাতি স্বাধীনতার পূর্ণ স্বাদ পায়নি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জাতি বিজয়ের পূর্ণ স্বাদ পায়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button