fbpx
বাংলাদেশসরকার

সেনাবাহিনী যেকোনো দুর্যোগে সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর: সেনাপ্রধান

সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। সেনা সদস্যরা সুখে-দুঃখে সব সময় মানুষের পাশে থাকে এবং যেকোনও দুর্যোগে সর্বোচ্চ সেবা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে সাগরদীঘি অঞ্চলের অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারাদেশে আমরা এক লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি এবং চিকিৎসা সেবা দিয়েছি। পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ সেনাবাহিনীও উদযাপন করছে।এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ ছাড়া স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানের জন্য পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button